বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে রাতভর অভিযান চালিয়ে ১৯ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল।
গত শুক্রবার দিবাগত রাত ১১টায় বোয়ালিয়া মডেল থানাধীন ষষ্ঠিতলা এলাকার দারুচিনি প্লাজার গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরের ভিতরে মেঝের উপর জুয়া খেলা অবস্থায় ৯জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। একই রাতেঅপর এক অভিযানে মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে ইনস্টিটিউটের টিভি রুমের ভেতর পাকা মেঝের উপর জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২১,৫০০ টাকা ও তাস উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে পৃথক দুই স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ১৯জন জুয়াড়ীকে নগদ টাকা ও তাস সহ গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত¡াবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এ.এস.এম. সাইদুজ্জামান, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
ষষ্ঠিতলা এলাকার দারুচিনি প্লাজার গ্রেফতারকৃত ৯জন জুয়াড়ীরা হলো:
বোয়ালিয়া থানাধিন সাংষষ্ঠিতলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোঃ সামিউল আজাদ(৩০), শ্রী সিবেন হালদারের ছেলে শ্রী ডন হালদার(৩৩), মৃত অধির দত্তের ছেলে কৃষ্ণ দত্ত(২০), শ্রী জয়দেবের ছেলে, শ্রী অভিজিত(২৫)। বেলদারপাড়া সুলতানাবাদ এলাকার শ্রী বিষু কর্মকারের ছেলে শ্রী হৃদয় কর্মকার(২৩), পিতাশ্রী কার্তিক তেওয়ারীর ছেলে শ্রী সন্দিপ তেওয়ারী(২৫)। বেলদার পাড়া মোড় এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রুবেল(৩২)। সাগর পাড়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে মোঃ খোকন(৩২) ও কদিরগঞ্জএলাকার মোঃ আকতার হোসেনের ছেলে মোঃ শাহাদত(২৯)।
চন্দ্রিমা থানা এলাকার গ্রেফতার ১০ জন জুয়াড়ীরা হলো:
চন্দ্রিমা থানাধিন রেলওয়ে কলোনী এলাকার মৃত আনিসুল ইসলামের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম(৬২), ছোট বনগ্রাম এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন(৫৯), শিরোইল কলোনী এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম(৫৩), মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম(৫৪), মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ রাজা(৪৫), আঃ জলিলের ছেলে মোঃ বাচ্চু(৫১), মৃত রাহাত আলীর ছেলে মোঃ আব্দুল মান্নান অরফে বাবু(৪০)। বোয়ালিয়া থানাধিন হেতেম খাঁ এলাকার মৃত আকবরের ছেলে মোঃ আসলাম(৫২), বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মৃত শমসের আলী সরকারের ছেলে মোঃ আঃ সামাদ সরকার(৫৫) ও শাহমখদুম থানাধিন কয়ের দাড়া এলাকার মোঃ তাহেরুল ইসলামের ছেলে মোঃ আল মামুন(৪৭)।
ডিবি ডিসি আরও বলেন, গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।