সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

News Headline :
ভোট কেন্দ্র স্থানান্তরের ভুল প্রতিবেদন সংশোধনের দাবিতে মানববন্ধন দৈনিক পাবনার চেতনা ও পাবনার রাজনীতির রিপোর্টের এডমিন   আদনানের জামিন বাতিল আদালত থেকে কারাগারে  ‘আমরা বিএনপি পরিবার’-এর মানবিক সহায়তা পাবনায় উদ্বোধন হয়েছে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স নগরবাড়ী নৌ বন্দর ২ দিনের সরকারী সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি চাটমোহরে এমপি প্রার্থী চাই- দাবিতে সমাবেশের ডাক দিলেন পাবনা-৩ আসনের  বিএনপি নেতা হীরা গাবতলীতে বিএনপি নেতা সাবেক মেয়র সাইফুলের নেতৃত্বে মিছিল ও সভা পাবনা এলজিডি’র নির্বাহী প্রকৌশলী বদলি ঘিরে বিতর্ক  কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ রংপুর- আসনে বিএনপি সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর গণসংযোগ ও উঠান বৈঠক 

রাজশাহী মহানগরীতে ডিবি’র জালে ভুয়া সেনাবাহিনীর কর্ণেল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোঃ রবিউল আওয়াল (২৭) নামের এক ভুয়া সেনাবাহিনীর কর্ণেল পরিচয়ধারী প্রতারকতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড় অবস্তিত “টিএফসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ভুয়া সেনাবাহিনীর কর্ণেল মোঃ রবিউল আওয়াল চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ থানাধিন পিয়ালীমারী গ্রামের মোঃ তোজ্জামেল হকের ছেলে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।তিনি জানান, গ্রেফতার প্রতারক মোঃ রবিউল আওয়াল সে দীর্ঘদিন যাবৎ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল পরিচয় দিয়ে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন জেলার চাকুরী প্রত্যাশী সহজ সরল প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ভূয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মে) মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বর্ণালী মোড়ের বাসিন্দা মোসাঃ রুবাইয়া ইসলামকে বগুড়া সেনানিবাসে ষ্টোর কিপার পদে চাকরি দেয়ার জন্য তার সাথে ৪লাখ টাকা চুক্তি করে এবং নগদ ৫০ হাজার টাকা গ্রহণ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত একটি ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রতারক।
এরপর বৃহস্পতিবার (১২ মে) অবশিষ্ট সাড়ে ৩লাখ টাকা দেওয়ার জন্য রুবাইয়া ইসলামকে বলে।
নিয়োগ পত্রটি যাচাই বাছাই করে সন্দেহ হলে ডিবি অফিসে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুত্তভোগী রুবাইয়া ইসলাম। এরপর প্রতারককে গ্রেফতারে অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ দিন বিকেল সাড়ে ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড় অবস্তিত “টিএফসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com