মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মুশফিকুর রহমান (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী পশু হাসপাতালের পাশে জনৈক মুনজুরের ছাত্রাবাস ৩০১ নাম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত: শিক্ষার্থী মুশফিকুর রহমান নাটোরের লালপুর উপজেলার মোঃ মতিউর রহমানের ছেলে। সে আমেনা ম্যাটর্স নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওই শিক্ষার্থীর রুমমেট মোঃ রকি আল শনি (২২) জানান, আমি ও মুশফিকুর একই প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমারা পাশাপাশি রুমে থাকি। সে বেশ কিছু দিন থেকে মানসিক চাপে ভুগছিলো। কারো সাথে তেমন কথা বলতো না। খাওয়া দাওয়াও ঠিকভাবে করতো না। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে তার রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখে সে। রাত ১০টা পর্যন্ত সে বের হচ্ছে না দেখে আমরা কয়েকজন মিলে তাকে ডাকাডাকি করি। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বোয়ালিয়া মডেল থানায় ফোন করে বিষয়টি অবগত করি। পরে বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মুশফিকুরের নিথর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার দুপরে এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, মহানগরীর তালাইমারী পশু হাসপাতাল এলাকার একটি ছাত্রাবাস থেকে মুশফিকুর রহমান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে রামেক মর্গে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ওই শিক্ষার্থীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে।