শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে তিনজন ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৫জনের মৃত্যু হয়েছিলো।
গতকাল বোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, চাপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, ও কুষ্টিয়ার একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা তিনজন ও পুরুষ দুইজন রয়েছেন। তাদের বয়স ১১ থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৭জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৫৬জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৫৫জন ও করোনা নেগেটিভ ২৬জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৭জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৪৬৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ, নাটোরে শনাক্তের হার ১২ দশমিক ৮৩ শতাংশ ও চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১০০ শতাংশ।