বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছিলো ৪জনের।
গতকাল সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা চারজন ও পুরুষ তিনজন রয়েছেন। তাদের বয়স ৩১থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৪জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭০জন ও করোনা নেগেটিভ ৩০জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৪জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ২৩৭জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৩দশমিক ১৯শতাংশ ও জয়পুরহাটে শনাক্তের হার ১১দশমিক ১১শতাংশ।