বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল :
“আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যতদিন বেঁচে আছি আজীবন মানুষের জন্য কাজ করে যাব”, সোমবার সকালে কৃষিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ধনবাড়ীর থোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কুরবানি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ হীরা। অনুষ্ঠানে ১৫০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ টি গরু কোরবানি করে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।