বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আশিক,শ্যামনগর :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে মেইন রাস্তা টি বহু দিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বর্তমানে রাস্তাটি সংস্কার কাজ চলছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি যাওয়া আসা করে থাকে। বিশেষ করে বাইরে থেকে আশা সুন্দরবন প্রেমীরা বাস-প্রাইভেটকার এবং অন্যান্য যানবাহন তারা ব্যবহার করে থাকে। প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করে থাকে। গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার ধুলাবালি উড়তে থাকে। রাস্তার কাজ সংস্কার চলমান থাকার কারণে রাস্তার উপর ধুলা বালি বাতাসের সাথে উড়ে যেয়ে দোকানদারদের মালামাল উপরে এসে পড়ছে। এতে দোকানদারদের মালামালের প্রচুর নষ্ট হচ্ছে সাধারণত রাস্তার সংস্কার কাজ চলাকালীন সময়ে বালি ধূলিকণা বাতাসের সাথে যেন না উড়তে পারে সে কারণে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিয়মিত পানি দিয়ে থাকে । কিন্তু মুন্সিগঞ্জ বাজারে ঠিকাদার প্রতিষ্ঠান এ ধরনের কোন কাজ চলমান রাখেনি যার কারণে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হচ্ছে ।