বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রমিদ সোহেল, রংপুর ব্যুরো:
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর পুর্তিতে রংপুরে মহানগর ও জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগ বেতপট্রিস্থ দলীয় কার্যালয় ও দেওয়ানবাড়ি রোডস্থ মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ মিলিত হয়। নগরীর বঙ্গবন্ধুর ম্যূরালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। এসময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপদেষ্টা মফিজার রহমান রাজু, রহিদুল ইসলাম বড়দা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. আবু সাঈদ সুমন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারণ সম্পাদক অ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক একে এম তানিম আহসান চপল, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তার, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।
এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেয়।