রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সিরাজুল ইসলাম,বার্তা প্রেরক:
আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৪ আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচিত্র উৎসব ও এওয়ার্ড অনুষ্ঠান-২০২৪ এ সম্মানিত বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণের জন্য সুচিত্রা সেন চলচ্ছিত্র সংসদ,পাবনা‘র সভাপতি কমরেড জাকির হোসেন আজ আমেরিকা যাচ্ছেন। সুচিত্রা সেন স্মৃতি পরিষদ, আমেরিকা কর্তৃক আয়োজিত আমেরিকার নিউইয়র্কে জেমাইকা পাফরমিং আর্ট সেন্টারে দুদিন ব্যপি সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচিত্র উৎসব ও এওয়ার্ড অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হবে। এ আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মাত্র দুজন সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণপত্র পেয়েছেন। যার মধ্যে মহানয়িকা সুচিত্রা সেনের জন্মভুমি পাবনা থেকে সুচিত্রা সেন চলচ্ছিত্র সংসদ, পাবনা‘র সভাপতি কমরেড জাকির হোসেন এ বিল সম্মানে ভুষিত হয়েছেন। কমরেড জাকির হোসেন এর এমন বিল সম্মানের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সুচিত্রা সেন চলচ্ছিত্র সংসদ, পাবনা‘র সাধারন সম্পাদক রেজাউল করিম মনি, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, একুশে বই মেলা উদযাপন পরিষদ, পাবনা‘র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ বুরো, নাছির চৌধুরী, সাধারন সম্পাদক সাংবাদিক, কলামিষ্ট হাবিবুর রহমান স্বপনসহ পাবনার সাংবাদিক, শিল্পি, কবি,সাহিত্য-সাংস্খৃতিক ব্যক্তিবর্গ।