বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাইফুল ইসলাম:
বিশ্বব্যাপী মহামারী কোভিট ১৯ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হানা দিতে শুরু করলে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোভিট ১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকার সফল হলেও তৃতীয় ধাপে কোভিট ১৯ মোকাবেলায় দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার আবারও বিধিনিষেধ আরব করে কঠোর লগডাউনের ঘোষণা করেন।
সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোর লগডাউনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, এ উপজেলায় কোভিট ১৯ সংক্রমণ রোধকল্পে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণকে সেবা দিয়েছেন।
তিনি সরকার ঘোষিত ১৪ দিনের বিধিনিষেধ কঠোর লগডাউন বাস্তবায়নে দিন রাত ছুটে চলেছেন উপজেলার সকল প্রান্তে।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতি নিয়ত করোনার সতর্কতা বার্তা পৌঁছে দিয়েছেন।
তিনি করোনা মোকাবেলা ও জনগণের সেবায় নিজেকে সর্বদাই নিয়োজিত রাখতে গিয়ে আজ তিনি কোভিড-১৯ এ নিজেই আক্রান্ত হয়েছেন।
তিনি ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে এসে আবারো জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, সুন্দরগঞ্জের মানুষের উন্নয়ন বাস্তবায়নের ধারাবাহিকতা অব্যাহত হোক।