শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
তালুকদার রাসেল, পাবনা:
আমাকে ডিপুটি স্পিকার হিসাবে মনোনীত করার সাফল্য মাননিয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার। তিনি যাকে যোগ্য মনে করেন, তাকেই তিনি পদ দিয়ে কাজ করার সুয়োগ করে দেন।
সারা বিশ্ব বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। দেশে ও আর্ন্তজাতিক বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা বিশ্বকে সন্তুষ্ট করতে পেরেছে। সমাজে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি থেকে দুরে থাকার জন্য যুব সমাজকে আহবান জানান। পাবনা ১ আসনের সংসদ সদস্য এ্যডেভোকট শামসুল টুকুকে জাতিয় সংসদের ডিপুটি স্পিকার মনোনীত করায় পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শামসুল হক টুকু এসব কথা বলেন।
শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়
গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, আওয়ামীলীগ নেতা সেলিম যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আহাদ বাবু।