বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:
আজ ১০ই ডিসেম্বর রবিবার,সকাল থেকে যখন সারাদেশে বিশ্ব মানব অধিকার দিবস পালিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই,, বেলা ১ টায়, আলিপুর চিড়িয়াখানার ভেতরে ব্যাটারি চালিত দশটি গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্স এবং দুটি অ্যানিমেলের শুভ সূচনা হলো,, সাংসদ মালা রায় এর উদ্যোগে এবং এম পি কোটার তহবিল থেকে,, সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুভ সূচনা হয়,, দর্শকদের সুবিধার্থে এবং বয়স্ক মানুষের সুবিধার্থে, এছাড়াও অসুস্থ পশুদের নিয়ে যাওয়ার সুবিধার্থে এই প্রচেষ্টা, উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ও কলকাতা মহানাগরীক জনাব ফিরাদ হাকিম, উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, উপস্থিত ছিলেন মন্ত্রী বীর বাহা হাসদা,, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, উপস্থিত ছিলেন ফরেস্টের নিরোজ সিংগাল আইএফএস, সন্দীপ সুদ্রিয়ান আই এফ এস ফরেস্ট, উপস্থিত ছিলেন শ্রী শুভঙ্কর সেনগুপ্ত আলিপুর চিড়িয়াখানার ভারপ্রাপ্ত আধিকারিক, সৌরভ চৌধুরী জু আধিকারিক, উপস্থিত ছিলেন এসবিআই এর দীনেশ বার্মা এবং ডিজিএম আশুতোষ কুমার বিধান নগর, এজিএম সুব্রত হালদার ,চিপ ম্যানেজার বিকাশ ভবনের অরূপ মধুকর সহ অন্যান্যরা, সকলের উপস্থিতিতে এর শুভ সূচনা হয় এবং সকল অতিথিদের চারা গাছ দিয়ে সম্মানিত করেন, জু এর অধিকর্তা সৌরভ চৌধুরী বলেন, আমাদের সাংসদ মালা রায়ের যে পরিকল্পনা, আমাদেরকে মুগ্ধ করেছে। তিনি বেশ কিছু পরিকল্পনা নিয়েছিলেন, তার মধ্য থেকে এই তিনটি আজকে শুভ সূচনা হলো এবং আরো বেশ কিছু কাজ আমাদের চলছে, যেগুলি খুব শীঘ্রই উন্মোচন করা হবে।, চিড়িয়াখানা কি সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের দিদি সর্বদাই রয়েছেন পাশে, আশা করব তিনি আমাদের পাশে থাকবেন। বয়স্ক মানুষদের সুবিধার্থে সম্পূর্ণ বিনা পয়সায় যাতে সারা চিড়িয়াখানা ঘুরে দেখতে পায় তার সুব্যবস্থা করলেন আজ এই গাড়ি উদ্বোধন করে শুধু তাই নয় এতদিন ধরে পশুদের চিকিৎসা করার জন্য কোন রকম অ্যাম্বুলেন্স ছিল না। আজ তার ও শুভ সূচনা করলেন যাতে কোন পশু অসুস্থ হলে বা কাউকে দেয়া নেয়া করতে গেলে অতি অবশ্যই এই গাড়ির দরকার ছিল, তিনি মনে করেন এবার থেকে হয়তো বাড়ির বয়স্ক মানুষেরা অনায়াসে চিড়িয়াখানায় এসে আনন্দ উপভোগ করতে পারবেন এবং ঘুরতে পারবেন, এর সাথে তিনি বললেন, আর কয়েক দিনের মধ্যে মানুষকে এইভাবে ভিড়ে লাইন দিয়ে টিকিট কাটতে হবে না তারা অনলাইনে বুকিং করতে পারবেন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে মহানাগরীক ও মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয় বলেন, মালাদি আমাদের সবার উপরে, তিনি যে পরিকল্পনা নেন এবং কাজকর্ম করে চলেছেন সত্যিই প্রশংসনীয়, তিনি একজন আমাদের অভিভাবক, তিনি আজকে যে সকল শুভ সূচনা করলেন অনেকটাই দর্শকদের ও বয়স্ক মানুষদের কাজে লাগবে এবং আজকে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন ,এসবিআই ব্যাংক তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই, এর আগেও তারা কয়েকটি জায়গায় এই ধরনের কাজ করেছেন এবং আমাদের পাশে থেকেছেন ,আমরা আশা করব আরো কিছু নতুন পরিকল্পনা নেবেন, আমাদের সাথে থাকবেন। তিনি কয়েকটি তার ছোটবেলার ব্যাখ্যাও তুলে ধরেন চিড়িয়াখানাকে নিয়ে,, কারণ সেই সময় এই চিড়িয়াখানায় তেমন কিছুই ছিল না আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এখনো বেশ কিছু কাজ চলছে, এই কাজ শেষ হলে, আরো কিছু নতুন অতিথি এই চিড়িয়াখানায় আসবে এবং দর্শকদের ভিড় আরো হবে, আমরা সব কিছুই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও উদ্যোগকে শুধুমাত্র কাজে লাগাই এবং রূপ দেয়ার চেষ্টা করি, আমাদের দিদি যে সকল উদ্যোগ নেন, সেগুলো সাধারণ মানুষের কাজে লাগার জন্য ও আনন্দ দেয়ার জন্য।। এর সাথে সাথে বীর বাহা হাঁসদার কোথাও তুলে ধরেন, যিনি ফরেস্টের দায়িত্বে রয়েছেন, তিনি সমস্ত পশু পাখিদের নিয়ে কাজ করার চেষ্টা করেন।