মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ভূমিহীন-গৃহহীদের জন্য মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ও তাদের খুজখবর নেন নবাগত নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। শনিবার (২৪ জুলাই) তিনি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ৭৮ টি ঘর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পরিদর্শন ও সুফলভোগী পরিবারের খুঁজ খবর নেন পরিদর্শনকালে নবীনগর উপজেলা নবাগত এসিল্যান্ড মোশাররফ হোসেন জনান আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না, এ বিষয়ে জানতে চান। আশ্রয়ণের ঘর পেয়ে বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেন। আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে অনেক কষ্ট করেছি। মাথা গোঁজার ঠাই ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা পাকা ঘরে মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আশ্রয়ণে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।