মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক যুবদল নেতা বাঁধনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির

ইবিতে বৈচিত্র সংকটে বোটানিক্যাল গার্ডেন

Reading Time: < 1 minute

মোঃ সাব্বির খান, ইবি কুষ্টিয়া:
পরিবেশগত ভারসাম্য, শিক্ষার্থীদের বিস্তর গবেষণা ও ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ক্যাম্পাসের মফিজ লেক সংলগ্ন এলাকায় ছয় বিঘা জমির উপর প্রায় শতাধিক প্রজাতির গাছ নিয়ে যাত্রা শুরু হয় বোটানিক্যাল গার্ডেন। তবে অযত্ন, অবহেলা ও যথাযথ পরিচর্যার অভাবে দিন দিন বৈচিত্র হারাচ্ছে গার্ডেনটি। যথাযথ পরিচর্যার আর রক্ষণাবেক্ষনের অভাবে গার্ডেনটির প্রাণ সংকটাপন্ন বলেও দাবী করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। যানা যায়, ২০১৯ সাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ক্যাম্পাসের লেক সংলগ্ন এলাকায় চারা গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গার্ডেনটি উদ্বোধন করেন। ছয় বিঘা জমির উপর প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এই বোটানিক্যাল গার্ডেনটি তৈরি করা হয়। গার্ডেনটিতে প্রায় শতাধিক প্রজাতির দেশী ও বিদেশী গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে সতের প্রজাতির ফুল গাছ, তেরো প্রজাতির ঔষধি ও চার প্রজাতির কাঠ গাছ রোপণ করা হয়।। এছাড়া শোভা বর্ধনের জন্যও আরো প্রায় ২৩ প্রজাতির গাছ রোপণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেনে রোপণ করা বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি গাছের বদলে জায়গা করে নিচ্ছে জঙ্গল। অবশিষ্ট বেঁচে থাকা গাছগুলোও আগাছার জন্য বেড়ে উঠতে পারছেনা। কেবল অবহেলা আর অযত্নের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিচর্যাহীন মৃতপ্রায় গাছগুলো। গার্ডেনের ভেতরই স্তূপ করে রাখা হয়েছে লেক সংস্কারের কচুরিপানা। এছাড়াও পার্শবর্তী আবাসিক এলাকা থেকে ময়লা আবর্জনা ফেলায় এটি ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে।
গার্ডেনটিতে পানি নিস্কাশনের ব্যবস্থাও বেশ অপরিকল্পিত। জায়গাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই গার্ডেনের ভেতরে পানি জমে থাকে। চারপাশে কোনো বেষ্টনি না থাকায় অরক্ষিত গার্ডেনে প্রায়শই পার্শ্ববর্তী এলাকার শিশুদের খেলাধুলা করতে দেখা যায়। এতে গাছের চারাগুলো তারা অনেক সময়ই ভেঙে ফেলে। তবুও যেন ভ্রূক্ষেপ নেই প্রশাসনের। এছাড়াও পার্শবর্তী আবাসিক এলাকার বাসিন্দাদের গার্ডেনের গাছপালা পুড়িয়ে সবজি চাষ করার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com