সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
দৌলতপুর শিল্পকলা একাডেমীর মঞ্চে দেয়া ভারতীয় সঙ্গীতশিল্পী কৌশিক মজুমদারের রাজনৈতিক বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করলেন ভারতীয় শিল্পী কৌশিক মজুমদার। দৌলতপুর শিল্পকলা একাডেমির রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠান মেলার ১ম দিনে গত বুধবার(২৮ ডিসেম্বর) রাতে গান পরিবেশনের জন্য মঞ্চে উঠেন তিনি। এসময় শ্রোতামন্ডলীর উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান মামুন ভাইয়ের আমন্ত্রণে আমি বাংলাদেশে এসেছি। আমি তাকে খুব পছন্দ করি। আসছে নির্বাচনে সে এমপি হবেন। তার এই মন্তব্য শুনে হতবাক হয়েছেন অনেকে। গান গাইতে এসে একজন বিদেশী শিল্পি কেন এ ধরনের রাজনৈতিক বক্তব্য দিলেন। দৌলতপুর উপজেলা জুড়ে চায়ের কাপে ঝড় উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা বলেন,উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে জানতে দৌলতপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম কে মোবাইল মারফত কল দেয়া হলে তিনি সাঁড়া দেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় শিল্পী কৌশিক মজুমদারের এই বক্তব্য ও তার ভিসার ধরন জানতে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখার(ডিএসবি) প্রতিনিধীর সাথে যোগাযোগের চেষ্টা চলছে। প্রসঙ্গত যে, ১৬ এপ্রিল-২০১৯তারিখে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন। বিশেষ কারণে একই দিন তিনি বাংলাদেশে ফিরে আসেন।