শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

ওয়ারেন্ট ভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
আপনারা অবগত আছেন যে, র‍্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার , জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন বা মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে। র‍্যাব-৫, সদর কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দিগন্ত প্রসরী ক্লাব এলাকায় দামকুড়া থানা, আরএমপি,রাজশাহীর জিআর ওয়ারেন্ট সিরিয়াল নম্বর-৬৩/২৩এবং বিজ্ঞআদালতের প্রসেনং-২৬/২৩, তারিখ-২৩/০৭/২০২৩রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং- ৪০, তাং- ১৭/০৪/২০২৩খ্রিঃ।২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের৩৬)১) সারণীর১৪(গ)/৪১; জিআর-১৯৭/২৩এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃজিয়াউল ইসলাম ওরফে মেজর(৪১), পিতা-মোঃআব্দুর রশিদ, থানা-পবা, বর্তমান থানা-দামকুড়া,আরএমপি, রাজশাহী অবস্থান করিতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ইং-২০/০৮/২৩ অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দিগন্ত প্রসরী ক্লাব এলাকা থেকে উক্ত আসামী’কে গ্রেফতার করে।সেএলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহিৃত। তাহার নামে বিজ্ঞ আদালতে আরএমপি এর বোয়ালিয়া থানার এফ আই আর নং-৫৩, তারিখ- ২৫/১০/২০১৪; ধারা- ৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড-১৮৬০; ২।রাজশাহী এর গোদাগাড়ী থানার এফ আই আর নং-৫, তারিখ- ০১/১০/২০১২; ধারা- ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর৩(খ); ৩।রাজশাহী এর পবা থানার এফ আই আর নং-২৬, তারিখ- ৩০/১২/২০১১; ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর২৫-বি; ৪।রাজশাহী এর পবা থানার এফ আই আর নং-৪, তারিখ- ০৯/০৪/২০১০; ধারা- ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইন এর২৫-বি; ৫।রাজশাহী এর পবা থানার এফ আই আর নং-১০, তারিখ- ২৩/০৭/২০০৬; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯পেনাল কোড-১৮৬০বিচারাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীকে, উক্ত মামলার ওয়ারেন্ট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে অত্র মামলার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি, রাজশাহীর দামকুড়া থানা জিডি নং-৮৩৭, তারিখ-২০/০৮/২০২৩ খ্রিঃ মূলে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com