বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
CONTEMPORARY GROUP. OF. ARTISTS পরিচালনায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, নিউ সাউথ গ্যালারীতে পেইন্টিং অ্যান্ড স্কাপচার এর প্রদর্শনী অনুষ্ঠিত হয় ,।
৮ই আগস্ট বৃহস্পতিবার, স্বপন সরকারের উদ্যোগে ,একাডেমি অফ ফাইন আর্টস নিউ সাউথ গ্যালারিতে একটি সুন্দর গ্রুপ প্রদর্শনীর আয়োজন করেন, এই প্রদর্শননীতে সারা রাজ্য থেকে বেশ কয়েকজন শিল্পী তাদের চিত্রকলা তুলে ধরেন , প্রত্যেকটি শিল্পীর তাদের আঁকা চারটি করে ছবি এই প্রদর্শনীতে ঠাঁই পাই। শুধু কলকাতার শিল্পীরাই অংশগ্রহণ করেননি, দিল্লী বোম্বে শিলিগুড়ি ,জলপাইগুড়ি এবং নর্থ ২৪ পরগনা ,সাউথ ২৪ পরগনা, বর্ধমান থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন। এই প্রদর্শনী নবম তম বর্ষে পদার্পণ করল, এবং সমস্ত রকমের শিল্পীদের এই প্রদর্শনীর মাধ্যমে ,এগিয়ে চলার পথ দেখালো, এই প্রদর্শনী চলবে ৮ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত, প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শকদের ও শিল্পী অনুরাগীদের দেখার সুযোগ থাকছে।
এই প্রদর্শনীতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আশরাফ হোসেন ঢাকা বাংলাদেশ, প্রতিটি জয়ন্ত ঘোষাল যাহাদের হাত দিয়ে এই প্রদর্শনী শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য শিল্পীরা এবং অংশগ্রহণকারী গ্রুপের ছেলে মেয়েরা, এরপর অতিথিদের উত্তরীয় ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন । প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, শেখ ইকবাল হোসেন, আর পাল মজুমদার, বিজয় দত্ত, রেশমি মুখার্জি, রাজকুমার পান্ডা, পার্থ সারথি দত্ত শাশ্বতী বোস মুখার্জি লোকানন্দা দাশ, শাশ্বতী বোস মুখার্জি ,আর মুখার্জী দেব, নীলকান্ত মন্ডল, দেবাশীষ মাইতি, শ্যামল নাথ, স্বপন দিঙ্গল, দেবপ্রসাদ সিকদার, সিদ্ধার্থ মুখার্জি, মনীষা, সায়েদ, অর্পিতা দাস গুপ্ত, সর্বজিত রায়, শ্রেয়সী মুখার্জী, শিলা বিশ্বাস রায়, রাহুল পাল ও অরিজিৎ চক্রবর্তী, চিত্রকলা সম্বন্ধে বলতে গিয়ে, স্বপন কুমার সরকার বলেন, একদিকে যেমন আমি কৃতজ্ঞ এতগুলো শিল্পীকে কাছে পেয়ে এবং তাদের নিয়ে এই ধরনের একটি প্রদর্শনী করতে পেরে, অন্যদিকে কিছুটা আক্ষেপও রয়েছে, আমরা প্রদর্শনী করি এবং আমাদের চিত্রকলাগুলি তুলে ধরার চেষ্টা করি, কিন্তু দিনের পর দিন, আস্তে আস্তে শিল্প অনুরাগীদের আশা প্রায় কমে যাচ্ছে এই গ্যালারি গুলো নে, ফলে আমাদের উৎসব কিছুটা কমে যাচ্ছে কারণ দর্শকদের মতামত আমাদের এগিয়ে চলার পথ দেখায়। তাদের ভালো মন্দ নিয়েই আমাদের শিল্পচর্চা, তাই এইটুকু বলব আপনারা যেমন অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেখার জন্য তেমনি এই চিত্রকলাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা একইভাবে এই সকল প্রদর্শনীতে আসুন এবং আমাদেরকে উৎসাহিত করুন।
তার সাথে সাথে অংশগ্রহণকারী শিল্পীরা ধন্যবাদ জানালেন স্বপন কুমার সরকার মহাশয়কে ,উনি আমাদেরকে এরকম একটা সুন্দর প্লাটফর্ম দিয়েছেন, এবং আমাদের ছবিগুলি প্রদর্শীত হয়েছে, আমরা চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে এবং শিল্প অনুরাগীদের উদ্দেশ্যে আরো কিছু ভালো ছবি তৈরি করার, একইভাবে আমরাও বলবো দর্শক ও শিল্প প্রেমী মানুষদের কাছে ,আপনারা যদি আমাদের উৎসাহিত না দেন, আমাদের ছবি না দেখেন ,তাহলে আমরা কী করে মনোবল নিয়ে এগিয়ে যাব, আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আমাদের, আপনারাও আসুন এই সকল গ্যালারীতে ছবি প্রদর্শন করুন এবং মতামত দিন।