বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
৭ই নভেম্বর মঙ্গলবার ঠিক বিকেল চারটায় কলকাতার দ্য পার্ক হোটেলের গ্যালাক্সি অডিটোরিয়ামে, ফ্যাশন দুনিয়ার এক ঝাক অভিনেতা অভিনেত্রী দের উপস্থিতিতে আজকের এই দশম তম ক্যালেন্ডারের সংস্করণ উন্মোচন হল,এবং ফাইনাল অডিশন, উদ্বোধন করলেন এফ এফ এস সি ই এর ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা শ্রী নীল রায়, এর সাথে সাথে উপস্থিত সকল অতিথিদের অব্যর্থনা জানান, এবং তাদের সম্মানিত করেন, প্রতিবছর নতুন মুখ ও শৈলী উন্মোচন করে থাকেন,, এবং বহু নতুন ছেলে মেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বস্তিকা দত্ত ,অভিনেত্রী সৃজন টু এফ এফ এ সি ই ২০১৫। শুন ব্যানার্জী, অভিনেতা, সৃজন ফাইভ এফ এফ এ সি ই ২০১৮। মিস্টার নীল রায়, প্রতিষ্ঠাতা ও পরিচালক এফ এফ এ সি ই,ইন্দ্রনীল মুখার্জী, ফ্যাশন ডিজাইনার। পারমিতা ঘোষ, ডিরেক্টর, ক্যানডিড কমিউনিকেশন। ফলক রশিদ রায়, অভিনেত্রী । স্যান্ডি সাহা ,অভিনেতা প্রভাবশালী এবং প্রাক্তন এম টিভি রেডিও প্রতিযোগী। অলোক জান্দ্রা টেলর, অভিনেতা এবং প্রাক্তন মিস আয়ারল্যান্ড। এই প্রতিযোগিতায় প্রায় ৫০০ এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং অডিশনে প্রায় হাজারের উপর অডিশন দিয়েছেন ,তার মধ্য থেকে ৫০০ জনকে বেছে নিয়েছেন এবং সেখান থেকেই গ্রুপিং এর মাধ্যমে ৫০ থেকে ষাট জনকে বেছে নিয়েছেন, বিচারকদের বিচারে এবং থেকে ফাইনালে যাবে মাত্র 12 জন ,বারো মাসের বারোটি ক্যালেন্ডারের পৃষ্ঠায়, তাদের ছবি প্রদর্শিত হবে। চলছে প্রত্যেকের মধ্যে একটা আলাদা অনুভূতি ও হাড্ডা হাড্ডি লড়াই, বিচারকদের বিচারে কারা থাকবে আর কারা যাবে, এক মাসের অক্লান্ত পরিশ্রম এবং গ্ৰুমিং এর মাধ্যমে প্রতিযোগীদের একটা জায়গা দেওয়ার চেষ্টা করছেন, প্রতিবছরই এই ক্যালেন্ডার সংস্করণে বহু নতুন ছেলে মেয়েরা অংশগ্রহণ করার সুযোগ পায়, এবং তাদেরকে সুযোগ দেয়ার চেষ্টা করেন, এমনই বার্তা দিলেন এফএফ এ সি ই প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর নীল রায়, তিনি ডাবর গোলাবাড়ির হোম অ্যান্ড পার্সোনাল কেয়ারের মার্কেটিং এর কর্ণধার শুভজিৎ দত্তকে অশেষ কৃতজ্ঞতা জানালেন, ও ধন্যবাদ জানালেন, তাদের পাশে দশটি বছর একই ভাবে কাটিয়ে দেওয়ার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।