বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মিজানুর রহমান, নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় সরকারি সেবা দ্রুত তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সহায়ক ও প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বাইসাইকেল গ্রাম্য পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৯ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৭৬ জন গ্রাম্য পুলিশ সদস্যদের মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট),নির্বাহী অফিসার নবীরুল ইসলাম,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরিফ প্রমুখ। পেশাগত দায়িত্ব পালনে গ্রাম্য পুলিশ (মহল্লাদার ও দফাদার )বাইসাইকেল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে দিগ্বিদিক ছুটছেন বাড়ির দিকে।