admin
- ৬ নভেম্বর, ২০২৫ / ৩৩ Time View

রংপুর- আসনে বিএনপি সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর গণসংযোগ ও উঠান বৈঠক
Reading Time: < 1 minute
সোহেল রশিদ, রংপুর :
রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
বুধবার দুপুরে তিনি নগরীর ৩৩ নং ওয়ার্ডের মহিন্দা সর্দারটারী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে বৈঠক করেন। এসময় রংপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়াসহ স্থানীয় বিএনপি ও নেতা কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর তিনি নগরীর শাপলা চত্বর ও কামারপাড়া এলাকায় গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। ধানের শীষের পক্ষে প্রার্থনা করেন।
এসনয় তিনি বলেন, দীর্ঘদিন একটি দল রংপুরকে শাসন ও শোষণ করেছে। তারা রংপুরের মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু রংপুরের কোন উন্নয়ন করেনি। ভোটের সময় বসন্তের কোকিল হিসেবে আবির্ভূত হলেও ভোটে জেতার পর জনগণ তাদের কাছে পাইনি। এবার সময় এসেছে পরিবর্তনের। বঞ্চিত রংপুরের উন্নয়ন অধিকার আদায়ের। আশা করি রংপুরবাসী এবার সেই পরিবর্তনের সুযোগটা নেবে। আমি ইতিমধ্যেই সমৃদ্ধ রংপুর গড়ার ও উন্নয়নের লক্ষ্যে ১৯ দফা দাবি উপস্থাপন করেছি।
তিনি বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছে। এতে আমার চেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে রংপুরের জনগণ এবং দলীয় নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আমি মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন হাট-বাজার গ্রামগঞ্জে গণসংযোগ করেছি, উঠান বৈঠক করছি, অতীতের ন্যায় জনগণ আরো বেশি সাড়া দিচ্ছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছে। আমি শতভাগ আশাবাদী দল যে আমার প্রতি আস্থা রেখেছে তার মর্যাদা রাখতে পারব ইনশাআল্লাহ।
এসময় মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, রাকিবুল আজাদ, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।