বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী :
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম এ দণ্ডাদেশ দেন।এ ভ্রাম্যমাণ আদালতে আরও নেতৃত্ব দেন সেনাবাহিনীর একটি টহল দলসহ থানা পুলিশ। এ অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনের নিকট থেকে ২ হাজার ৩শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম জানান,করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।