বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী:
‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ “এ স্লোগানকে আরও যুগোপযোগী করে স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন স্বেচ্ছাসেবী খ্রিস্টিয়ান সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার তিনটি ইউনিয়নের কমিউনিটি এলাকার কমিউনিটি ক্লিনিকে আসা সেবা প্রাপ্তি নারী-পুরুষ ও প্রতিবন্ধী বান্ধব শৌচাগার নির্মাণ, মেরামত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিকে এ শৌচাগার নির্মাণ, মেরামত কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ,সংশ্লিষ্ট এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, নীলফামারী এপি’র ক্লাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, এপি’র এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং, উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, শ্যামল মন্ডল, মিন্টু বিশ্বাস, সানজিদা আনসারী প্রমুখ।জানা গেছে, শৌচাগার মেরামত ও নির্মাণাধীন এলাকা হচ্ছে, সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিক,বাহাগিলীর উত্তর দুরাকুটি কমিউনিটি ক্লিনিক, নিতাই পানিয়াল পুকুর ফরুয়া পাড়া কমিউনিটি ক্লিনিক।