মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
শিরোনাম ঃ কুষ্টিয়ায় র্যাবের মোবাইল কোর্ট অভিযানে অননুমোদিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও আর্থিক জরিমানা।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদকে সাথে নিয়ে অদ্য ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় মিরপুর থানাধীন মিরপুর বিসমিল্লাহ্ ডায়াগনস্টিক সেন্টারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত অভিযানে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে উক্ত ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয় এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ ওবাইদুল্লাহ, পিতা-কাইয়ুম আলী, সাং-আটিগ্রাম, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়, যার মামলা নং-৩৩/২২, তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২২। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রাখতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার