admin
- ৬ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০৬ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা বিএমটির সভাপতি মোঃ আলমগীর হোসাইন ও মো. জহিরুল ইসলাম মোহনকে সেক্রেটারি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার(০৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় মহাজন পাড়াস্থ রেস্টুরেন্টে খাগড়াছড়ি জেলা বিএমটির জরুরী সভায় সভায় ২০২২/২৩ইং মেয়াদের জন্য জেলা বিএমটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময়, স্বাস্হ্য সেবা খাতের গুরুত্বপূর্ণ অংশীদার মেডিকেল টেকনোলজিষ্ট(চিকিৎসা প্রযুক্তিবিদ)দের মূল সংগঠন খাগড়াছড়ি জেলা বিএমটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি পদে রুপায়ন চাকমা, রাজীব ভট্টাচার্য্য, চয়ন চাকমা, সলিট চাকমা, যুগ্ম সাধারন সম্পাদক পদে জুয়েল পাল, সানু মারমা, সাংগঠনিক সম্পাদক পদে কল্পন দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক পদে সুজন চাকমা, রয়েল মনি ঘোষ, দফতর সম্পাদক পদে বাপু মনি চাকমা, অর্থ সম্পাদক পদে মংটিং চৌধুরী, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে সোহেল চাকমা, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাপেল চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুপা চাকমা, কার্যকরী সদস্য পদে যথাক্রমে আপ্রুসি মারমা(সহ সভাপতি পদ মর্যাদা), ইন্টি চাকমা, সুইপ্রু মারমা, নভেল চাকমা, ঝিনু মারমা, সৌরভ চাকমা, কংচাইরী মারমা, জিনিয়া চাকমা, পাপড়ি চাকমা, মেরিট চাকমা, মোঃ হেলাল উদ্দিনকে মনোনীত করে আগামী ২বছরের জন্য বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) খাগড়াছড়ি জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত মার্চ/২২ইং এ সাধারন সভার মাধ্যমে খাগড়াছড়ি জেলা বিএমটির আংশিক কমিটি গঠন করা হয়েছিলো।