বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস,এম, মোস্তফা রশিদী সুজার ৩য় মৃত্যুবার্ষিকীতে রূপসা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২৭জুলাই) বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, সাবেক সদস্য আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, মোরশেদ আলম বাবু, শাহজাহান কবির প্যারিস। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আঃ গফুর খান, ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম বিশ্বাস,সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আল মামুন সরকার, এবিএম কামরুজ্জামান, শারমিন সুলতানা রুনা, আরিফুজ্জামান লিটন, শেখ আসাদুজ্জামান, রুহুল আমিন রবি,ফরিদ শেখ, এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,রাজিব দাস, আজিজুল হক কাজল,সুব্রত বাগচী, আজমল ফকির, নুর ইসলাম, মামুন শেখ, নাজির শেখ, আ:মজিদ শেখ,জসিম সরদার, শাহনেওয়াজ কবীর টিংকু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রভাষক অয়াহিদুজ্জামান।