শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটিআই একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।মঙ্গলাবার (১০ অক্টাবর) সকালে উপজেলা প্রশাসন গোদাগাড়ী, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার কাকনহাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান চলাকালে মেসার্স কাকন ফিলিং স্টেশন, কাকনহাট, গোদাগাড়ী পেট্রোল পাম্পের ডিজেল, পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া গেছে। একই অভিযানে মেসার্স মাছুদ হোটেল এন্ড রেস্টুরেন্ট, গোডাউন মোড়, কাকনহাট, গোদাগাড়ী প্রতিষ্ঠানটিকে তাদের বাজারজাতকৃত ঘি ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের পরিচিতি, নিট পরিমান, ওজন, মূল্যসহ উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ না লিখে এবং সনদ ব্যাতিত বিক্রয় ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ওজন যন্ত্রও যাচাই করা হয়েছে।অভিযানে নেতৃত্বে প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।