রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতাঃ
৭ই আগস্ট সোমবার, দুপুর তিনটায় গড়িয়াহাট ট্রাম ডিপোয় আয়োজিত হয় দোহার ব্যান্ডের ২৫ তম জন্ম শতবার্ষিকী পালন, এবং ট্রাম সাজানোর কাজ, দোহার ব্যান্ডের গানের পথচলা শুরু হয়েছিল, ট্রামের মধ্যে একটি গান দিয়ে, যে গানটি মানুষের কাছে খুব হিট হয়েছিল, এবং জনপ্রিয় হয়েছিল, আজ তাই ২৪ বছর বাদে, ২৫ বছর পালন করলেন সেই ট্রামে গানের মধ্য দিয়ে ।উপস্থিত ছিলেন দোহার ব্যান্ডের কর্ণধার রাজীব বাবু এবং প্রিয় শিল্পী অদিতি মুন্সী, এছাড়া উপস্থিত ছিলেন দোহার ব্যান্ডের সমস্ত কর্মীবৃন্দ।প্রথমে বেশ কয়েকটি গান রামের সামনে গেয়ে এই পথচলা শুরু করলেন, এবং এই ট্রাম ডিপো থেকে গান গাইতে গাইতে টানের মধ্য দিয়ে তাহারা ধর্মতলা হয়ে শ্যাম বাজারে শেষ করবেন বলে জানান,দোহার ব্যান্ডের কর্ণধার জানালেন, আমাদের এই উদ্দেশ্য শুধু আমাদের ২৫ তম বর্ষ পালন করায় নয়, এর সাথে সাথে আরও একটি বার্তা আমরা দিতে চলেছি, সাধারণ জনগণের উদ্দেশ্যে, কারন আমরা জানতে পারলাম আর কিছুদিনের মধ্যেই ট্রাম উঠে যাবে, তাই আমরা সকল দর্শকদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাতে চাই। কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম যেন বন্ধ না হয়, তাই আমরা এই জন্মদিন কে বেছে নিয়েছি ট্রামকেই, গানের মধ্য দিয়ে আমরা সবার উদ্দেশ্যে বার্তা দেবো, কলকাতার সুন্দর ঐতিহ্য কে জানো নষ্ট না করে দেয় বন্ধ না হয়ে যায়। সবাই একসাথে প্রতিবাদ করুন, সুন্দর কলকাতায় এই টান যেন থাকে। আমরাও যেন এই ট্রামকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি, এই কামনাই করি।