বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর)
রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় স্থানীয় পর্যায়ে সঠিকভাবে প্রকল্প নির্বাচন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সক্ষমতাবৃদ্ধি লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে তারাগঞ্জ উপজেলা হলরুমে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী হায়দার জামান, ২নং কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, ইউপি সদস্যসহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ।