রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ দাস,কলকাতা:
পাঁচই আগস্ট শনিবার, বিকেল সাড়ে পাঁচটায় বাংলা অ্যাকাডেমি সভাঘরে, দক্ষিণ কলকাতা কলাকুশলী আয়োজিত এবং সুদর্শন দাসের উদ্যোগে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিতার বই প্রকাশ ও শ্রুতি নাটকের অনুষ্ঠান শুরু হয়। এবং অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান, অতিথি কবি সুবোধ সরকার, যাহার হাত ধরে আজকের মনোবাসনা কবিতার বইটি শুভ সূচনা হয়। এছাড়া উপস্থিত ছিলেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ,সমাজসেবী অনুপম মন্ডল,প্রাক্তন উপাচার্য পশ্চিমবঙ্গ সরকার প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চন্দ্রশেখর চক্রবর্তী সহ অন্যান্যরা।অনুষ্ঠান শুরুর আগে দক্ষিণ কলকাতা কলাকুশলীর একটি গ্রুপ সংগীত পরিবেশিত হয় ও একটি একক সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে উক্তিটিদের মঞ্চে আহ্বান জানান, এবং অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া ও মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানান।সংবর্ধনা শেষে 14 জন কবিদের নিয়ে লেখা মনোবাসনা কবিতার বইটি শুভ সূচনা হয়।এই কবিতার বইটিতে যাদের কবিতা রয়েছে, তাহারা তাদের স্বরচিত কবিতা পাঠ করলেন, কবিতা পাঠ করলেন কবি কন্ঠে, ডক্টর সৌরভ চন্দ্র, সুদর্শন দাস, গায়ত্রী চক্রবর্তী, রাজশ্রী, ডক্টর শ্রীমা চক্রবর্তী, রুপা সাঁতরা, প্রিয়াঙ্কা ঘোষ, সুধার রঞ্জন সরকার, ঋজু সর্দার,এবং দক্ষিণ কলকাতা কলাকুশলী আয়োজিত যে শ্রুতি নাটক পরিবেশিত হয়,, সেগুলি হল জোড়া প্রেম মুরগির ঝোল মিলেমিশে। এবং আমন্ত্রিত শ্রুতি নাটক হল আজকের মৌচাক,। সমস্ত রকম ভাবেই আজকের অনুষ্ঠানটি পরিপূর্ণ হয়ে ওঠে দর্শকদের সমাগমে এবং কবি ও নাটক প্রেমি মানুষদের উপস্থিতিতে,সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রত্যেকের একটি কথায় উঠে আসে, দক্ষিণ কলকাতা কলাকুশলী, শুধু নাটকের মধ্যেই থাকেন না, তারা মানুষের পাশে থাকেন, দুস্থ পরিবারের পাশে থাকেন, অসহায় মানুষের পাশে থাকেন,। সমাজের অবহেলিত মানুষের পাশে থাকেন, এবং নতুন কবিদের নিয়ে কিছু করে চলেন ,এবারে তাদের ১১তম বই প্রকাশে আমরা আসতে পেরে আনন্দিত, যিনি এই সকল মানুষদের নিয়ে এগিয়ে চলেছেন কিছু করার কথা ভাবেন, সেই সুদর্শন দাস মহাশয় এর অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা এই কবি ও নাট্যকারদের আলোর পথ দেখাবে, এবং আরো এগিয়ে চলুক সামনের দিকে,সকলকে আলোর পথ দেখাক এই কামনা করি