বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী)রাত সাড়ে ১০টায় দীঘিনালা থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার বোয়ালখালী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৯নং ওয়ার্ড জামতলী আনসার ক্যাম্পের গেটের সামনে হতে আসামী ইমন হোসেন(২৩)এর দেহ তল্লাসী চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট হতে ৫১পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামতলী এলাকার বাসিন্দা মো: জাহাঙ্গীর আলমের ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।