বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া, জামালপুর:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ টি মামলায় ৮৯ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। বৃহস্পতিবার দুপুরে দিকে দেওয়ানগঞ্জ পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে ৩ টি মামলা ও করাতকল (লাইসেন্স) বিধিমালা আইনে ৬টি মামলায় মোট ৯ টি মামলায় ৮৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ,দেওয়ানগঞ্জ উপজেলা বনবিভাগের কর্মকর্তা রাশেদ ইমনে সিরাজ, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, উপজেলা অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।