সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া, জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ ২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ হয়েছে।
মঙ্গল বার সকালে উপজেলা কৃষি অফিস হল রোমে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লা বিন রশীদের সভা পতিত্বে ১২০ জন বাছাইকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয় । বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। প্রতি বিঘা মাটিতে চাষের জন্য ৫ কেজি মাসকলাই ১০ কেজি ডিওপি, ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হয়। এসময় অন্যন্যোর মধ্য উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বাবু পরেশ চন্দ্র দাশ, মৎস্য অফিসার শফিউল আলম, সহকারি পল্লী উন্নয়ন অফিসার রতন কুমার বসাক,ক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হোসেন রাজু, সাংবাদিক তারেক মাহমুদ, কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান সহ সুবিধাভোগী চাষিরা ।