শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া দর্শন, সংবিধান, সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য খাতের মত শিক্ষা খাতেও অভূতপূর্ব সাফল্যে কৃতিত্বের দাবিদার বর্তমান সরকার। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শতভাগ শিক্ষা অত্যন্ত জরুরী। সরকার দেশকে শতভাগ-শিক্ষিত-জাতিতে রূপান্তরের নিরলস কাজ করে যাচ্ছে। আজ (বুধবার) সকালে মনজুর-কাদের মহিলা ডিগ্রি কলেজের ‘নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠান-২০২৩’ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, বঙ্গবন্ধু দেশ গঠনের শুরুতেই শিক্ষা খাতে জোর দিয়েছিলেন। ১৯৭৫ সালে সপরিবারে তাঁকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয় এবং একই সাথে পিছিয়ে যায় দেশের শিক্ষা ব্যবস্থা। বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪.৫ শতাংশ। ২০০১-০৬ মেয়াদে স্বাক্ষরতার হার আগের থেকে ২০ শতাংশ হ্রাস না পেলে এখন তা প্রায় শতভাগের কাছাকাছি চলে যেত। মোঃ শামসুল হক টুকু বলেন, অগ্নিঝড়া মার্চের ২৫ তারিখ কালরাতে সারাদেশে বুদ্ধিজীবীসহ লক্ষাধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই সঠিক ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে উপলব্ধিতে আনতে হবে। তাহলে জাতির পিতার কাঙ্খিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব ধর্মের মানুষ মিলে এ দেশকে স্বাধীন করেছে কাজেই এ দেশ হবে অসাম্প্রদায়িক। মনজুর-কাদের মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মুসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এস. এম. আসিফ শামস রঞ্জন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ এবং মহিলাদের সেলাই মেশিন বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। ভারপ্রাপ্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল-হক ও মোছাঃ শায়লা শারমিন ইতিসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আজ বিকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এবি ব্যাংকের উদ্যোগে ‘স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রগণ করেন। বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এস. এম. আসিফ শামস রঞ্জনের উপস্থিতিতে বেড়ার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।