সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
আসন্ন ঈদুল ফিতর এর পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী সারা বগুড়া ৯৩০ টি পরিবারকে ঈদের শুভেচ্ছা সহ উপহার দিলেন জমিসহ ঘর, সেখানে ধুনট উপজেলায় ফুটে উঠলো ৪৩ পরিবারের মুখে হাসি।
বগুড়া জেলার ধুনট উপজেলায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৩ টি পরিবারকে জমিসহ আধাপাকা বাড়ি হস্তান্তর করলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা সারাদেশের সকল অসহায় দরিদ্র ছিন্নমূল সকল মানুষকে মাথাগোঁজার ঠাঁই করে দিবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় ধুনটের গোসাই বাড়ি ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামের ৪৩ পরিবার। ২ শতক জমিসহ ৪০০ বর্গফুট আয়তনের বারান্দাসহ দুটি রুম একটি রান্নাঘর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র এ জি এম বাদশাহ্, সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ , ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল হক লিটন,দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও দপ্তর থেকে প্রাপ্ত তথ্য হতে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা ধুনটে ৩৭১ টি ঘর নির্মিত হয়। এরমধ্যে ১ম পর্যায়ে পুনর্বাসিত পরিবারের সংখ্যা ১০১ টি, ২য় পর্যায়ে ১২০ টি এবং তৃতীয় পর্যায়ে ১৫০ টি। তথ্যে আরও উল্লেখ করা হয় যে, তৃতীয় পর্যায়ে নির্মিত ঘরের ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার, ৫ শত টাকা। তৃতীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ১৫৯ টি পরিবার। কবুলিয়ত দলিল সম্পূর্ণ হয়েছে ১০০ টি। উদ্বোধন যোগ্য ঘরের সংখ্যা ১৫০ টি। এসব ঘর নির্মিত হয়েছে সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামে ৫৩ টি নিমগাছী ইউনিয়নের বরইতলি গ্রামে ৮ টি, গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামে ৪৩ টি, একই ইউনিয়নের নাটাবাড়ি গ্রামে ১৬ টি,ভান্ডার বাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি ১৩ টি এবং চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামে ১৭ টি।