মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক যুবদল নেতা বাঁধনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির

ধুনটে যাদের জীবনের বিনিময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Reading Time: 3 minutes

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। যারা স্বাধীনতা দেখে যেতে পারেনি জীবন দিতে হয়েছে। যাদের স্মরণ করে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, অন্তত একমিনিট নিরবতা পালন করে তাদের স্মরণ করা হবে! তারা কারা! তাদের অন্তত নামগুলো সবার জানা থাকা ভালো বলেই এ নামের তালিকা করার প্রয়াস। বগুড়া জেলার ধুনট উপজেলায় ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি পাক-হানাদারদের নিষ্ঠুরতম অত্যাচারে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নাম স্ব সন্মানে উল্লেখ করা হলো। ধুনটের বিশিষ্টজন প্রবীন অধ্যক্ষ ও ধুনটের ” ইতিহাস ও সংস্কৃতি” গ্রন্থের লেখক মোঃ আব্দুর রাজ্জাক স্যার ও ধুনট মুক্তি যোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত মোঃ ফেরদৌস আলম, মুক্তি যোদ্ধাদের সন্তান সংসদের দায়িত্বপ্রাপ্ত মোঃ রেজাউল হক মিন্টু এর সাথে কথা বলে এ তালিকা জানা যায়।
মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করে যাঁরা শহীদ বা স্বর্গীয় হয়েছেন এবং যারা যুদ্ধ না করে পাকিস্তানী পাক-হানাদার দের হাতে নিহত হয়েছেন সম্মিলিত ভাবে তালিকা এরুপ। বিশিষ্ট জনেরা বলেন এর বাইরে কেউ যদি ১৯৭১ এ যুদ্ধ চলাকালীন সময়ে নিহত শহীদ বা স্বর্গীয় হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা সংসদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানান।
১/ আব্দুর রউফ পিতা আব্দুর রাজ্জাক পীরহাটি ২/গোলাম হোসেন পিতা বিরুজুল্লাহ শেখ খাদুলি ৩/ গোলাম মোহাম্মদ খোকন পিতা মোজাম্মেল হোসেন শিমুলবাড়ি ৪/ কোমর উদ্দিন পিতা সরাফত উল্লা নিমগাছি ৫/ নূরউদ্দিন পিতা ওমর কাজি ফকির পাড়া ৬/ সফিকুল ইসলাম পিতা সমির উদ্দিন তাং খাটিয়ামারি ৭/ শ্রীমতি সেলোবালা ( শরনার্থী) পিতা বিরেন কুন্ড শেরপুর হতে আসা ৮/ শিতানাথ ঘোষ পিতা কৃষ্ণ চন্দ্র ঘোষ এলাঙ্গী ৯/ শ্রীমতি সরোয়াবালা পিতা দুর্গা চরন ঘোষ এলাঙ্গী ১০/ শ্রী ভরষা ঘোষ পিতা নিমাই ঘোষ এলাঙ্গী ১১/ বিরেন কুন্ড (শরনার্থী) পিতা বিমল কুন্ড শেরপুর হতে আসা ১২/মাধব কুন্ড (শিশু) পিতা বিরেন কুন্ড শেরপুর হতে আসা ১৩/ নমিসুন্দরী (শরনার্থী) পিতা অক্ষয় নায়েব শেরপুর হতে আসা ১৪/দুরা পাল পিতা দিনেশ পাল শেরপুর হতে আসা ১৫/ হরাই প্রামানিক পিতা হামেদ প্রামানিক এলাঙ্গী ১৬/বানু প্রামানিক পিতা ইউছুপ প্রামানিক এলাঙ্গী ১৭/খাকনি বালা (শরনার্থী) পিতা অক্ষয় কুন্ড শেরপুর হতে আসা ১৮/মোগর আলী প্রামানিক পিতা আবেশ প্রামানিক এলাঙ্গী ১৯/আজিজার প্রামানিক পিতা কেরামত প্রামানিক এলাঙ্গী ২০/আকু প্রামানিক পিতা ছকু প্রামানিক এলাঙ্গী ২১/আজগর আলী প্রামানিক পিতা জাবেদ আলী প্রামানিক এলাঙ্গী ২২/জলিল প্রামানিক পিতা জাহের আলী প্রামানিক এলাঙ্গী ২৩/ ছামিতন বেওয়া প্রযত্নে দুদু প্রামানিক এলাঙ্গী ২৪/ ছামিতনের এক মাসের শিশু প্রযত্নে দুদু প্রামানিক এলাঙ্গী ২৫/ মাদাই সাহা (শিশু) পিতা প্রেমানন্দ সাহা এলাঙ্গী ২৬/ রাখাল সাহা পিতা ধিরেণ সাহা এলাঙ্গী ২৭/ সুলতান প্রামানিক পিতা জলফু প্রামানিক এলাঙ্গী ২৮/ খুকি বিবি প্রযত্নে নাদু তালুকদার এলাঙ্গী ২৯/ শান্ত বিবি প্রযত্নে ওকুল হালদার, এলাঙ্গী ৩০/ আলম সাহা (শিশু) পিতা বিমল সাহা এলাঙ্গী ৩১/ জাবেতুন বেওয়া প্রযত্নে আজগর আলী এলাঙ্গী ৩২/ আমির ফকির পিতা করিম ফকির এলাঙ্গী ৩৩/ জাবিতুন স্বামী আমির ফকির এলাঙ্গী ৩৪/ মইফুল বিবি প্রযত্নে সেফাত আলী এলাঙ্গী ৩৫/ আব্দুর রশিদ পিতা রহিম উদ্দিন গোসাইবাড়ী ৩৬/ জহির উদ্দিন পিতা ইসমাইল হোসেন ভরণসাহী ৩৭/ সেকেন্দার আলী পিতা তমিজ সাকিদার নিমগাছি ৩৮/ দুলাল চন্দ্র সেন পিতা অমৃত সেন সরকার পাড়া ৩৯/ জালাল উদ্দীন পিতা আকাইলা শেখ বেলকুচি ৪০/ আফজাল হোসেন পিতা আকাইলা শেখ বেলকুচি, ৪১/ আব্দুল লতিফ পিতা ফয়েজ উদ্দিন ফকির জোড়খালী (চান্দারপাড়া মামার বাড়ি আশ্রিত ছিলো), ৪২/ আমজাদ হোসেন পিতার নাম পাওয়া যায়নি জোলাগাতি, ৪৩/ সুখচরন রবি দাস পিতা রাম টহল রবি দাস, চাপড়া, ৪৪/ ভোলা পিতার নাম পাওয়া যায়নি তেলিগাতী, ৪৫/নজর আলী পিতা আস্মত আলী, ধুলাউরি, ৪৬/ পঁচা ঘোষ পিতা মনোমোহন ঘোষ, হাসুখালি। ৪৮/ জিল্লুর রহমান পিতা জাকের আলী প্রামানিক বিলচাপড়ী। ৪৯/ মুনছের আলী পিতা কিপাতুল্লা নিক্তি পোতা। ৫০/ আয়ুবর রহমান সুজা পিতা গোলাম রহমান সরকার নারায়ণপুর। ৫১/ ওসমান গনি পিতা আজিমুদ্দিন সহরাবাড়ী। ৫২/ আনোয়ার হোসেন মিন্টু পিতা কাশেম সরকার নান্দিয়ারপাড়া। ৫৩/ রোস্তম আলী পিতা আমির আলী দাঁড়া কাটা। ৫৪/ আজিজার রহমান পিতা জুড়ান মন্ডল শিয়ালী। ৫৫/ মাধাই শাহা (পাগলা) পিতা সদানন্দ এলাঙ্গী। ৫৬/ ইছামন স্বামী পচা প্রামানিক এলাঙ্গী ৫৭/ সুদরত আলী পিতা আবদুল জব্বার এলাঙ্গী ৫৮/ আবদুল জলিল পিতা জনাব আলী এলাঙ্গী ৫৯/শ্রী হরি সরকার পিতা কাইঞ্চা সরকার এলাঙ্গী ৬০/ কদম আলী পিতা মোজাহের আলী বিস্নু পুর ৬১/আজিমুদ্দিন নকু শেখ বেলকুচি ৬২/ আবদুল গনি পিতা জসমত উল্লা কালের পাড়া ৬৩/ মরিয়ম বেগম স্বামী আবদুল জলিল কালেরপাড়া ৬৪/ নজির হোসেন পিতা ওসমান মন্ডল নিক্তিপোতা ৬৫/ ফরহাদ হোসেন পিতা আব্দুর রহমান মাজবাড়ি ৬৬/ আবদুল জলিল পিতা আব্দুর রহমান মাজবাড়ি ৬৭/পর্বত আলী পিতা আব্দুর রহমান মাজবাড়ি ৬৮/ নুরুল ইসলাম পিতা আজিজুল হক শিয়ালী ৬৯/ জিল্লুর রহমান পিতা শামসুল হক শিয়ালী ৭০/ মোস্তাফিজুর রহমান পিতা ওয়াজেদ আলী কান্ত নগর ৭১/ নুরুল ইসলাম পিতা আব্দুর করিম (কাঁদাই গ্রামের জামাই) কাদাই ৭২/ অক্ষয় নায়েব পিতা গোপাল কুন্ড শরনার্থী শেরপুর হতে আসা ৭৩/ পচাঘোষ পিতা মনমোহন ঘোষ হাসু খালী।
মহান স্বাধীনতার যুদ্ধে পাক-হানাদার দের হাতে নিহত শহীদ স্বর্গীয় হয়েছেন, যাদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সন্মান প্রদর্শন করা হবে তাদের নামের তালিকা আগেই করা উচিৎ ছিলো, দেরিতে হলেও নামের তালিকা দেখে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ সাধুবাদ জানান, তিনি বলেন তখন ছোট ছিলাম বলে সবার নাম জানিনা তবে নামের তালিকা সংগ্রহ করাতে স্বাগত জানান।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত বলেন এটা খুবই ভালো একটা উদ্যোগ, অন্তত যাদের স্মরণ করে নিরবতা পালন করবো সন্মান প্রদর্শন করবো তাদের নামটাতো জানার প্রয়োজন আছে ধুনটবাসীর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com