শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় সাদ্দামের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে ৩জন আহত একজনের অবস্থা আশংকাজনক সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা

নব-নির্বাচিত পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান পাকনের বিশাল সংবর্ধনা 

Reading Time: 2 minutes

মজিবুল হক লাজুক , পাবনা :

গিভ সং ব্যান্ড সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নব-নির্বাচিত পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের এক বিশাল সংবর্ধনা দেওয়া হয় । ব্যপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনকে পাবনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। গত ১১ ই ফেব্রæয়ারী গিভ সং ব্যান্ড সঙ্গীত একাডেমীর ১ যুগ পূর্তি উপলক্ষে সাধুপাড়া ঈদগাহ মাঠে আয়োজন করা হয় বিশাল গন সংবর্ধনা।
এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন মজার খেলাধুলাসহ জেলা ফকির ও বাউল শিল্পীদের নিয়ে দিনভর লালন ও বাউল মেলা অনুষ্ঠিত হয়। গিভ সং ব্যান্ড সঙ্গীত একাডেমী , তৃর্ণমূল সাংবাদিক উন্নয়ন সংস্থা পাবনার সভাপতি ও দৈনিক আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মজিবুল হক লাজুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।
এ সময় প্রধান অতিথিকে ফুলেল তোড়া ও ফুলেল মালা পড়িয়ে সংবর্ধনা জানান আমার সংবাদের পাবনা প্রতিনিধি মজিবুল হক লাজুক , চ্যানেল এস পাবনা প্রতিনিধি এম.জে সুলভ ও সিএনএন বাংলা টিভির পাবনা প্রতিনিধি আল এহসান হক মাসুক , দৈনিক পাবনার আলোর নির্বাহী সম্পাদক হুমায়ন , আনন্দ টিভির সাংবাদিক রনি , সিনিয়র সাংবাদিক হাসান আলী, সাংবাদিক নবি নেওয়াজ সহ আরো অনেক সাংবাদিকবৃন্দ। এর আগে বেলা ১১ টায় বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবির , অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর, মাহাতাব গ্রীণ সিটি ও মাহাতাব বিশ^াস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রস্তাবিত চেয়ারম্যান মাহাতাব উদ্দিন বিশ^াস উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেন।
দিনব্যাপী তৃণমুল সাংবাদিক উন্নয়ন সংস্থার আয়োজনের মধ্যে ছিলো বাজনা থামলে বালিশ কোথায়, ঝুড়িতে বল নিক্ষেপ , আলু কোড়ানো , গোল বৃত্তের মধ্যে লাফ সহ আরো বেশ কয়েকটি খেলা। অনুষ্টানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পাবনার প্রতিভাবমান অভিনেতা ও মিডিয়া কর্মী জুবরাজ ও সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফোক গান , বাউল গান , লালন সঙ্গীত ও ভাবগানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সভাপতি আবুল হোসেনের এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের গান শুনে দর্শকরা নাচ সহ মুহু মুহু করোতালি দেয়। এ সময় গান পরিবেশন করেন লালন কণ্যা আলো , বাউল নুরুল, বাউল বাবু খান , বাউল বেলাল , বাউল স্বপন , বাউল ছামাদ , বাউল কুদ্দুস , বাউল ইজাহার, বাউল সাগর সহ অনুষ্ঠানে আগত প্রায় শতাধিক বাউল। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন খেলায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সকল বাউল শিল্পীদের পাগরী পড়িযে দেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com