admin
- ২ জানুয়ারী, ২০২৩ / ১২৬ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সালুরদিয়া গ্রামে নির্বিঘ্নে চামড়া পুড়িয়ে তৈরি করছে বিষাক্ত কয়েল। এলাকাবাসী সূত্রে জানা যায়,গাজীপুরের জনৈক রাসেল মিয়া পুটিয়া ইউনিয়নের স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এ গ্রামে কারখানা স্থাপন করেন। তারা সকল প্রকার ব্যবসায়ীক নিতিমালা অমান্য করে নির্বিঘ্নে বিষাক্ত কয়েল তৈরি করে বাজারজাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যার নাম দিয়েছে মশার কয়েল। এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ এ গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসলেই নষ্ট ছিঁড়া জুতা ও চামড়া পুড়ানো শুরু হয়। এ কালো ধোঁয়ার গন্ধের কারণে আমাদের সন্তানরা শ্বাসজনিত রোগে ভুগছে, দিন দিন এর মাত্রা বেড়েই চলছে,নষ্ট হচ্ছে জমির ফসল, এতে ভুগছেন অসহায় দরিদ্র মানুষ। এলাকাবাসী আরও জানায়, কারখানাটি বন্ধ করার অনুরোধ করলেও কর্ণপাত করেনি তারা। তাদের দাপটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কারখানার মালিক রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানায় কর্মরত আছেন স্থানীয় কিছু শ্রমিক।তাদের কাছ থেকে কারখানার মালিকের অবস্থান ও মোবাইল নাম্বার জানতে চাইলে তারা বলেন,কারখানার মালিক এখানে থাকেননা,আর কাউকে মালিকের নাম্বার দেওয়া নিষেধ। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাহবুব মিয়া জানান,চামড়া পুড়িয়ে কয়েল তৈরি করার বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছেন,তাদের দাবীতে কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য মালিক পক্ষকে জানানো হয়েছে।বিস্তারিত জানতে আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন। পুটিয়া ইউপি চেয়ারম্যান হাসান উল হক সানি এলিচ বলেন,বিষয়টি এই প্রথম শুনলাম।পরিবেশ দূষণ ও স্বাস্থ্যহানী ঘটে এমন কোন কারখানার জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে কখনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়না।অনুমোদনহীন কারখানার ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করবো সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।