শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ইসমাইল হোসেন,সিরাজগঞ্জ:
করোনার কাছে হার না-মেনে না ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ শাহাজাদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারুল ইসলামের সহধর্মিণী, নুরজাহান মজহারl শনিবার ৩১জুলাই সকাল ছয়টার দিকে ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি, তাঁর বয়স হয়েছিল ৯২ বছর lবিষয়টি নিশ্চিত করেন ,তার ছেলে সাবেক সাংসদ ও যুবলীগের সপ্তম কংগ্রেস আহ্বায়ক, চয়ন ইসলাম lনুরজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেনl তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও প্রাবন্ধিক মাজহারুল ইসলামের সহধর্মিণী ,সিরাজগঞ্জ শাহজাদপুর সাবেক দুইবরের সাংসদ এবং কেন্দ্রীয় যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলাম ও বিশিষ্ট শিল্পপতি শোভন ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতার মা lএ বিষয়ে চয়ন ইসলাম জানান আমার মা অনেক দিন যাবত অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন ,গত সপ্তাহে আমার আম্মার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছিল এজন্য উনাকে ঢাকা ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটাল এঅ্যাডমিট করা হয় এরপরে পরীক্ষা-নিরীক্ষা করার পর উনার করণা পজিটিভ হয় এবং আজকে ভোর ৬টার দিকে উনি পরলোকগমন করেন ,তিনিআরো জানান আমার মায়ের মরদেহ ঢাকা থেকে সাজাতপুরে আনা হচ্ছে, বিকেল ৩টার দিকে নুরজাহান স্কুল মাঠে উনার প্রথম জানাজা বাদ আছর শান্তিপুর নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্বার কবরের পাশেই তাকে চির নিদ্রায় শায়িত করা হবেl