শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস, বরানগর কলকাতা থেকে :
আজ ৩০ শে মার্চ বৃহস্পতিবার ২০২৩…. বরানগর পৌরসভার উদ্যোগে, বরানগর পৌরসভা থেকে তাঁতীপাড়া পর্যন্ত এক বিশাল র্যালি করলেন ,প্রায় দুই থেকে তিন হাজারের বেশি বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের নিয়ে, মিছিলের প্রথম ভাগে ছিল মশাল , এই মিছিলে অংশগ্রহণ করেন বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, পৌরপিতা দিলীপ নারায়ণ বসু এছাড়া উপস্থিত ছিলেন, শ্রীরামকৃষ্ণ পাল, শ্রী অঞ্জন পাল ,,শ্রী জয়ন্ত রায় সহ অন্যান্য কর্মীবৃন্দ। মিছিল শেষ হওয়ার পরেই বরানগর পৌরসভায় একটি সমাবেশ করেন এবং সেখান থেকে বেশ কয়েকটি বার্তা পৌঁছে দেন জনগণের উদ্দেশ্যে এবং এলাকার মানুষের উদ্দেশ্যে,, এবং মাননীয়া শ্রীমতি অপর্ণা মৌলিক সদস্যদের শপথ গ্রহণ করান । এবং নির্মল বাংলা গড়তে বেশ কয়েকটি সর্তকতা অবলম্বনের পথ নেন, জনগণের উদ্দেশ্যে ও এলাকাবাসীর উদ্দেশ্যে । পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখুন যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না ডেঙ্গু থেকে সাবধান থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন প্লাস্টিক ব্যবহার করিবেন না, প্লাস্টিক বর্জন করুন রাস্তাঘাট পরিষ্কার পরিছন্নতা রাখুন যেখানে সেখানে ময়লা ফেলিবেন না। বাড়ির আশেপাশে জল জমা রাখবেন না পাত্র পরিষ্কার রাখুন।