মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক যুবদল নেতা বাঁধনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির

পরকীয়া সন্দেহে স্ত্রী’কে হত্যা! পাষন্ড স্বামী শ্রীঘরে

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
স্ত্রী হত্যার ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী মহানগরীর কাটাখালীতে পাষন্ড স্বামী মোঃ রুবেল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১১টায় মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রুবেল হোসেন (২৮), সে রাজশাহীর বাগমারা থানার বাগমারা ইউপি-গনিপুর এলাকার মৃত ওসমান আলীর ছেলে। মঙ্গলবার (৩০) জানুয়ারি সকাল ১০টায় অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যাকারী রুবেল হোসেন জানায়, সে পেশায় একজন রডমিস্ত্রী ও মাদকাসক্ত। গত ৭ বছর পূর্বে পারিবারিক ভাবে মৃত ঝর্ণা আক্তার লিপিকে (২৫) বিয়ে করে। তাদের সংসার জীবনে ১টি ছেলে সন্তান রয়েছে। আসামী রুবেল তার গ্রামীণ ব্যাংক ও ব্যুরো বাংলাদেশ এনজিও থেকে বিভিন্ন অংকের ঋণ নেয়। সেই ঋণের কারনে সে হতাশাগ্রস্থ ছিল। এছাড়াও সে তার স্ত্রীকে অন্য কারও সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করত সে। ফলে পারিবারিক কলহ লেগেই থাকতো। একপর্যায়ে আসামী তার স্ত্রীকে মারপিট করে বাড়ী হতে তাড়িয়ে দেয়। কয়েকদিন পরে সে তার শ্বশুরবাড়ী গিয়ে শ্বশুরবাড়ীর লোকজনের নিকট মাফ চেয়ে বলে, “আর কখনো মারপিট করবো না, একটি বারের মত আমাকে সুযোগ দিন, আমি ভাল হয়ে যাব। আসামী রুবেলের কথায় সরল বিশ্বাসে পুনরায় গৃহবধূ ঝর্ণা আক্তার লিপিকে নিয়ে নিজ বাড়ীতে আসে। রবিবার (২৮ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১১টায় তারা স্বামী-স্ত্রী নিজ শয়ন কক্ষে শুয়ে পড়ে। ওই দিনই ভোর রাত সাড়ে ৪টায় আসামী রুবেল তার মা ও বোনকে অন্য একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে লোহার ধারালো শাবল দিয়ে গৃহবধূ লিপির গলা, বুক ও থুতনিতে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এরপর গৃহবধূর বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজশাহীর বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং কঠোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে র‌্যাবের গোয়েন্দা দল জানতে পারে, আসামী রুবেল মোহনগঞ্জের কোন এক অজ্ঞাত স্থানে পালিয়ে ছিল এবং সে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তার ভগ্নীপতির সাহায্যে রাজশাহী মহানগরীর কাটাখালিতে তার বন্ধুর বাসায় আত্মগোপনে করেছে। অবেশেষে সোমবার (২৯ জানুয়ারি) র‌্যাব-৫, এর অভিযানে মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি পূর্বপাড়া গ্রামের জনৈক দেলোয়ার হোসেনের বসতবাড়ী থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com