শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল-এর সাথে পলাশবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত সকলের সাথে পরিচিতি শেষে তিনি জেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমাদুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পলাশবাড়ী থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্থানীয় উন্নয়ন মুলক কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।