শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
নারী সংক্রান্ত খবর প্রকাশের কারণে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ-এর কথাকথিত এ্যাসিসটেন্ট ফাতেমা বেগম কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীর ৩ সাংবাদিক এবং ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ঘন্টাব্যাপী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসদু, মোমেনুর রশিদ সাগর, শাহরিয়ার কবির আকন্দ, মুশফিকুর রহমান মিল্টন, হাসিবুর রহমান স্বপন, সিরাজুল ইসলাম শেখ, স্বেচ্ছাসেবী সংগঠন বøাড ফাইর্টাসের সভাপতি আব্দুস সালাম মাসুদ ও সাধারণ সম্পাদক নাইম প্রমুখ। এসময় পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা; সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ অবিলম্বে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান হয়।উল্লেখ্য; গত ১২ সেপ্টেম্বর রাতে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু জাহিদ নিউ-এর অস্থায়ী কার্যালয়ে নারীসহ তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ওই নারী বাদী হয়ে পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন এবং আল কাদরী কিবরীয়া সবুজসহ ১০ জনকে আসামী করে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআই গাইবান্ধার উপর ন্যস্ত করেন