রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার “পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম” এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ৪টার সময় পর্যন্ত পল্লী কল্যাণ সংস্থা-শিবরামে দুইজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দারা গরীব অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান লিমন, ডাক্তার উম্মে হাবিবা আনম, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম প্রতিষ্ঠাতা-সভাপতি মাহাতাব আলী, সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য শহিদুল ইসলাম প্রমূখ। চিকিৎসা সেবা পাওয়া লোকেরা বলেন, আমরা গরীব মানুষ চিকিৎসার জন্য তেমন কোন টাকা নাই আমাদের। আজ “পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম” মাধ্যমে একজন ভাল ডাক্তারের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছি আমরা। আমাদের বিভিন্ন রোগের সমস্যা গুলো এখানে উনার মাধ্যমে ফ্রিতে চিকিৎসা নিতে পারছি। পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম এর প্রতিষ্ঠাতা-সভাপতি মাহাতাব আলী জানান, আমাদের সংগঠনে প্রতি মাসে শত-শত অসহায় সামর্থহীন মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কোন ফি প্রদান ছাড়া ডাক্তার দেখানোর পর প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়। এখানে বিনামূল্যে মানসম্মত চিকিসা সেবা পাচ্ছেন এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণ। এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকার অসহায় মানুষগুলো। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনী, হৃদরোগ, ব্রেইন ও স্নায়ুরোগ, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস ও খিঁচুনি, বাতব্যাথা, শিশুরোগসহ প্রতিদিন বিভিন্ন চিকিৎসা সেবা পাচ্ছেন সেবা গ্রহীতারা।