শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৩ ই জুলাই বৃহস্পতিবার বিকেল চারটে লেনিন মূর্তির সামনে থেকে মৌলালি পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করেন।, অধিক সংখ্যায় ফ্ল্যাগ ও ফেস্টুন নিয়ে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেস ও আইএসএফ,মিছিলের প্রথম ভাগে ছিলেন এবং সমস্ত রাস্তা পায়ে পা মেলান, কমরেড বিমান মুখোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, এবং অন্যান্য দলের নেতা ও নেতৃবৃন্দরা, প্রায় কয়েক হাজার দলের কর্মীদের ভিড়ে ধর্মতলা চত্বর যানজটের সৃষ্টি হয় এবং সমস্ত গাড়ি অন্য রাস্তায় ঘুরিয়ে দেয়া হয়, সকলেই এক কন্ঠে গর্জে উঠেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর সাথে সাথে নির্বাচন কমিশনার কে বিভিন্ন ভাবে আক্রমণ করলেন, শুধু তাই নয় পুলিশের ব্যর্থতাকেও তুলে ধরলেন। মাননীয় মুখ্যমন্ত্রী কে খনিরূপে আখ্যা দিলেন,
তারা বলেন যে সরকার মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন ,সেই সরকার নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে হত্যা করে, এটা কোন সংবিধান, ভোটের নামে লুটপাট , খুন এবং প্রার্থীদের উপর চড়াও হয়ে মারধর করা, তারা কিভাবে বলে গণতন্ত্র রক্ষা করে, গণতন্ত্রকে ধ্বংস করাই এই সরকারের আসল লক্ষ্য, ৫০ জনের উপর নিরীহ মানুষকে খুন করে যে সরকার, সেই সরকার কি করে সাধারণ মানুষের পাশে থাকবে এবং কাজ করবে। তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার কেউ আক্রমণ করলেন, ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটিয়েছে এবং নির্বাচন কমিশন বসে বসে নিলিপ্তর মতো দেখেছেন আর পুলিশ দাসত্ব করে গেছে, সরকারের গোলামী খেটেছে, আর নিরীহ মানুষ গুলোর উপর অত্যাচার করেছে গুলি করেছে গুলি করে মেরেছে, এই হচ্ছে গণতন্ত্রের দেশ তাই আজ আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে বুঝিয়ে দেব, এইভাবে বেশি দিন চলবে না, সাধারণ মানুষ বুঝতে শিখেছে, একদিন এর জবাব দেবে, মস্তানি করে পিসি, ভাইপোর বেশিদিন রাজত্ব চলবে না।