শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
১২ ই জুলাই বুধবার ভোরে ফলাফল ঘোষিত হয় এবং পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে তিনটি জেলা পরিষদের মধ্যে বিজেপি দুটি আসনে জয়লাভ করে। zp..1. Oh. Zp.2 এই দুটি আসনে বিজেপি দখল করে, তৃণমূল কংগ্রেস পায় একটি আসন। বিজেপি প্রার্থী বামদেব গুছাইত ও পূর্ণিমা দাস জয় লাভ করে, বিজেপির পক্ষ থেকে ভোরবেলায় ফলাফল ঘোষণা করা হয়, তমলুকের ডিমারিতে এদিন ফলাফল ঘোষণার পরেই রীতিমতো উৎসবের জোয়ার বিজেপি কর্মীদের। গেরুয়া আবিরে একে অপরকে মাখিয়ে চলে বিজয় উৎসব, জয়ী প্রার্থী পূর্ণিমা দাস ও বামদেব গুছাইত বলেন, এলাকার মানুষ ব্যালটে প্রমাণ দিয়েছেন তারা কাকে চায়, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এলাকার মানুষ বুঝতে শিখেছে এদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট ৭০ টি আসনের মধ্যে ৫৬ টি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দখলে ১৪ টি আসন, প্রশাসন সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস।