শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
পাবনা র্যাবের অভিযানে ৬০ কেজি ২০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন গ্রেফতার।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৯/০২/২০২৩ তারিখ ২২.৩৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন তালগাছি সাকিনস্থ সিরাজগঞ্জ হইতে পাবনা গামী মহাসড়কের পার্শ্ববর্তী মেসার্স বদিউল আলম ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের হাইওয়ে রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৬০ কেজি ২০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, চাবি-০৮টি, রেজিস্ট্রেশন সনদ-০১টি, ফিটনেস সনদপত্র-০১টি, ট্যাক্স টোকেন-০১টি, রুট পারমিট সনদপত্র-০১টি, মোবাইল-০৩টি, সীম কার্ড-০৫ টিসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ রাসেল হোসেন (২৬), পিতা- মোঃ সাইফুল সরদার, সাং-মরিচ পুরাণ, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা, ২। মোঃ মিজানুর রহমান (২৪), পিতা-মোঃ সাহেব আলী @ বুদা, সাং-পঞ্চগ্রাম, থানা-লালমনিরহাট, জেলা-লালমনিরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগ সাজস করে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র্যাব-১২, সিপিসি-২, পাবনা।