বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২১এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় মশুড়িয়া পাড়া আজা মেম্বারের পুকুর পাড়ে মোস্তফার চা দোকানে তার স্কুল পড়ুয়া ছেলে তুহিন চা দোকানে চা তৈরি করছিল। এসময় হঠাৎ করে ৭/৮ জন যুবক আসে । তুহিন কে দোকান থেকে ডেকে বের করে দোকানের পুর্ব পাশে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। তার আত্বচিৎকারে দোকানে বসে থাকা লোকজন দোকান থেকে বের হয়। তৎক্ষণাৎ দিপ নামক যুবকের হাতে ধারালো চাকু দিয়ে তুহিনের পেটে পোজ দিতে লাগলে জনৈক যুবক দিপকে ধাওয়া করে।দিপ এসময় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এঘটনায় প্রত্যক্ষদর্শী একজন জানান যদি দোকানে অন্যন্যরা না থাকতো তাহলে তুহিন নামক যুবকটি হয়তো মারা যেত। এসময় তুহিনের আত্বচিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে দিপের সাথে থাকা চার কিশোর কে হাতে নাতে ধরে ঈশ্বরদী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ কিশোরকে ফাঁড়িতে নিয়ে যায়। এসময় চা দোকানদার মোস্তফা তার ছেলের বিচার প্রার্থী হয়ে ফাঁড়িতে যায়। ছেলেকে মারধর এবং ছেলের প্যান্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া ও মোবাইল ফোনের স্কীন টার্চ ভাঙ্গার কথা ফাঁড়িতে জানান বলে মোস্তফা জানিয়েছেন।
এ দিকে এই ঘটনার বিষয়টি সন্ধ্যায় ফাড়ীতে বসে মিমাংসা করবে বলে দারোগা সোহেল আহত তুহিনের বাবা মোস্তফাকে আস্বাস দিয়ে ফাড়ি থেকে ফিরিয়ে দেয় ।