বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, বেড়া পাবনা:
পাবনা জেলা বেড়া পৌরসভার প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক এলাকা বাসির তোপের মুখে, জানা গেছে বিভিন্ন সময় সরকারী অনুদান, আত্মীয় করন এবং জামায়াত নিতি করায় এলাকা বাসি ব্যাপক ক্ষোভ গত কয়েকদিন আগে সরকারি দেওয়া কয়েক লক্ষাধিক টাকার ভাতরুম জামায়াতী ইসলামের এক সক্রিয় কর্মী মোঃ আল-আমিন হোসেন, পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, বড় ভাই মোহাম্মদ আবু সাঈদ জিনি ইসলামী ব্যাংকের একজন কর্মচারী, এবং আল-আমিন হোসেন চাকরি করেন ডাক্তার মোঃ আব্দুল বাসেত খানের চেম্বারে, ডাক্তার আব্দুল বাসেত খান,বেড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির,, যে এলাকায় শতকরা ৮০% ভোট পায় আওয়ামী লীগ সেই এলাকায় এত আওয়ামী লীগের সমর্থক থাকতে জামায়াতি ইসলামের একজন সক্রিয় কর্মী আলামিন হোসেন এক জন জামাতের নেতা ও সক্তিয় কর্মী সরকারি দলের এতো টাকার অনুদান কি করে পায় আওয়ামী লীগের কর্মীদের মনে প্রশ্ন, জেগেছে। বর্তমান সরকার সমর্থরা প্যানেল মেয়রের তারেকের এই কর্মকান্ডে নিয়ে খুব দুচিন্তায আছেন। তার বিরুদ্ধে দলের ও পৌর সভার টাকার অপব্যবহার করায় কঠোর ব্যবস্থা দাবি জানান। আওয়ামীলীগ কর্মী মজিবর জানান এটা ঘৃনীত কাজ আওয়ামীলীগ সরকারের টাকায় জামাত নেতার বাড়িতে উন্নয়ন মেনে নিতে পারছি না কঠোর শাস্তি দাবি জানান। প্যানেল মেয়র তারিকুল ইসলাম তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি স্ত্রী সন্তান সহ পিকনিকে আছে বলে জানান। তার এই কর্মকান্ডে প্রকল্প কর্মকর্তা নাম প্রকাশে অনিইচ্ছুক বলেন, আমি তাকে নিষেধ করে ছিলাম তিনি ক্ষমতার লোভে এই কাজটি করেছেন।