বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া এক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম সেলটু শেখ তার বাবার নাম মৃত আবদুল শেখ। গ্রাম পেচাকোলা সে চার নম্বর ওয়ার্ডের মেম্বারতার বিরুদ্ধে ওই ইউনিয়নের জনগনের অভিযোগ যে সে বয়স্ক ভাতা,বিধবা, সহ নানা ভাবে ঘুষ গ্রহন করে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে অভিযোগ উঠেছে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্য জানান , ওই ইউনিয়নে পেচা কোলা গ্রামের জ্যোতি প্রকাশের বাড়ি দখল করেছে পেচাকোলা গুচ্ছ গ্রামের সরকারি জায়গার গাছ কাটা বাবদ ২ লাখ টাকা, আত্নসাৎ করছে। প্রশাসনের চোখ কে ফাকি দিয়েছে। রাস্তা মেরামত বাবদ ১ লাখ ৬০ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক বরাদ্দ করে তার কোনো কাজ না করে পুরো টাকাই আত্মসাৎ করেন সেলটু মেম্বার এলজিএসপি-৩ এর আওতায় প্রতি বছর বরাদ্দ কাজের কোনো টাকা ইউপি সদস্যদের সংশ্লিষ্ট না করে তাদের নাম ব্যবহার করে নিজের খেয়াল-খুশি মতো প্রকল্প দেখিয়ে তা আত্মসাৎ করেন।এছাড়া ওই পেচাে কোলার প্রায় দেড়শ বিঘা জমি জোর পৃূবক আবাদ করছে। যার একহাত জমি তার না, এই দেড়শ বিঘা জমির মালিক গন চরের মানুষ তাই তার কাছে জিম্মি হয়ে আছে নীরবে, সেলটুর নির্যাতন সহ্য করছে । শুধু তাই নাই ঐ এলাকার নদীতে বর্ষা মৌসমী নৌকা যোগে মাদক পাচার সহ নানা অপর্কম করে থাকে । সে নিজে বড় সন্ত্রাসী এই এলাকার কিছু মাস্তান সন্ত্রাসীরা তার ছত্র ছায়ায় চলা ফেরা করে থাকে । সে উক্ত এলাকার একজন শীর্ষ সন্তাসী জায়গা দখল চাদাবাজি লুটতরাজ তার সন্ত্রাসী কার্যকলাপে সাধারন মানুষ ক্ষিপ্ত নদী এলাকা বলে অপরাধ জৎগত নিয়ন্ত্রন। করছে । কে এই সেলটু মেম্বার। তার পিছনে রহস্য কি ৎ গত ২০১৩ সালের ২২/১২ তারিখে প্রকাশ্য একজন কে খুন করল এই সেলটু মেম্বার। সে মামলা এখনো চলমান । জনগন জানতে চাই রহস্যের কাহিনী তার আড়ালে থলের গল্প সেলটুর বাড়ি পেচা কোলা প্রপাারে সেখান দিয়ে উক্ত এলাকার। সাধারন জনগন কে নৌ পথে পার হতে হয়। যার ক্ষমতার দাপটের কারনে দেড়শ বিঘা জমির ফসল সহ লক্ষ লক্ষ টাকার গাছ কেটে হজম করে দিচ্ছে শুধু তাইনা। পেচাককোলার জলাশয় তার নিয়ন্ত্রনে তার কথা সব বিচার সালিশ হয় । টাকার বিনিময়ে উল্টাপল্টা রায় দিয়ে বিবাদী বে কায়দায় ফেলে । এছাড়া তার বিরুদ্ধে নির্বাচিত হয়ে স্থানীয় শালিশ-বৈঠকসহ বিভিন্নভাবে আর্থিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে তার একাধী সদস্যরা জানান, তিনি নির্বাচনের সময় নিজের টাকা না থাকায় এলাকার সন্ত্রাসীরা তা বহন করে। এসব অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সেলটু মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ইউপি সদস্যদের সঙ্গে একটি বৈঠকে আছি। পেচাকোলা গ্রামের শহিদ বলেন, সেলটু মেম্বার নিজের ক্ষমতার দাপটে নিজে সীমা ছেড়ে গেছে। এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েও ভয়ে কথা বলে না,তার বিরুদ্ধে তদন্ত পৃর্বক আইনি ব্যবস্থা নেওয়া দরকার । পাড়াপ্রতিবেশি নসের বলেন তিনি মেম্বার হয়ে নিজেকে চেয়ার ম্যান ভাবে তার অত্যারে নদীর পাড়ের অসহায় মানুষ জন জিম্মি হয়ে আছে তার অসামাজিক কার্যকলাম সবায় জানে ভয়ে কেও কিছু বলে না । তিনি দীর্ঘ দিন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে । বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । সে যত ক্ষমতাবান হোন না কেন আইন সবার জন্য সমান।