রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, সাঁথিয়া, পাবনা :
পাবনার সাথিযা উপজেলার করমজা ইউনিয়নের শরিষা গ্রামের নাজিম উদ্দিন গ্যাদন জন সাস্থ্য সহকারি প্রকৌশলী সরকারি পদে চাকরি করে আলিশান বাড়ি ও নামে বেনামে সম্পদ গড়েছে । সরকারি চাকরি দাপটে তিনি তার নিজ বাড়ির পাশে সরকারি রাস্তার ড্রেনের কাজ বন্ধ করে রেখেছে । নাজিম উদ্দিন গ্যাদন তিনি বর্তমানে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় সহকারি মেকানিক্স পদে চাকরি করে নিজ এলাকায গড়ে তুলেছেন আলিশান বিশাল বাড়ি । এই নিয়ে এলাকার সচেতন মহল ও সমাজে চলছে নানা সমালোচনা তার চার সদস্য পরিবার নিয়ে তিনি বসবাস করছেন । পরিবারের সন্তানদের লেখা পড়ার খরচ ও সংসারের খরচ বহন করে আলিশান বাড়ি নির্মানের রহস্য কি কেও জানে না । তবে এলাকা বাসির তার বিরুদ্ধে নানা অভিযোগ জানায়েছে । তার ক্ষমতার দাপটে অতিষ্ট গ্রামের সাধারন লোকজন তার কাছে জিম্মি হয়ে আছে আছে । লোকজন তার বিরুদ্ধে কিছু বলতে গেলে সে তার চাকরির ক্ষমতা দেখিয়ে এলাকার মানুষ জনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। সরজমিনে গিয়ে দেখা গেল যে সরকারি বরাদ্দকৃত টাকায বাড়ির পাশ দিয়ে ড্রেনের কাজ হচ্ছিল তাতে সে বাধা দিয়ে বন্ধ করে রেখেছে। তিনি কাও কে তোয়াক্কা করেন, না কারন তিনি বড় অফিসার প্রশাসন তার পকেটে । শরিষা গ্রামের সাবেক মেম্বার লাভলু ও বাতেন বলেন নাজিম উদ্দিন গ্যাদন অল্প সমযে ছোট সরকারি চাকরি করে আলিশান বাড়ি ও নামে বেনামে সম্পদ করেছে বিষটি প্রশাসনের নজরে নেওয়া দরকার তিনি এলাকায় বেশ দাপট দেখায় সাংবাদিক ভাইয়েরা আপনারা সরজমিনে, দেখেন তারবাড়ির পাশে সরকারি রাস্তার কাজ বন্ধ করে দিছে। তার ভয়ে আমরা কিছু বলতে পারি না কারন তিনি বড় অফিসার । লিটন মেমব্বার তাকে জিজ্ঞেস করছেন কেন কাজ বন্ধ করছেন কেন তাতে তিনি মারার জন্য উপক্রম হোন। বাড়ির পাশে ভ্যান চালক বাসেদ বলেন আমরা চাই এলাকার উন্নয়ন চাই গ্যাদন বাধা সৃষ্টি করে কাজ বন্ধ করছে তিনি ছোট চাকরি করেন এত বড় আলিশান বাড়ি মালিক হয়েছেন প্রশাসের নজর দেওয়া উচিত। এ ব্যাপারে নিজাম উদ্দিন গ্যাদনের সাথে মুঠো যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিক লেখা লেখি করে আমার কিছু করতে পারবে না । তিনি দুদক কে ভয়পান না এলাকার কে কি বলছে তাদের নাম জানেতে চান।তাকে দেখে নিবেন পাবনা জেলার ফরিদপুর জনসাস্থ্য প্রকোশলি বলেন, তার বিষয়ে আমি কিছু জানি না অবৈধ কোন কিছু অর্জন হলে সেটা আইন দেখবে।